নাটোরে জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা মো. মকছেদ আলী মোল্লাকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার রুয়েরভাগ আম বাগানে এধরনের ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো. মকছেদ আলী মোল্লা সদর উপজেলার রুয়েরভাগ এলাকার মৃত মহসীন আলী মোল্লার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. মকছেদ আলী মোল্লা ও আব্দুল কাদেরের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে আদালতে মামলা দায়ের করেন আব্দুল কাদের (দীলিপ)। পরবর্তীতে শুনানি শেষে আদালত দীলিপের পক্ষে রায় প্রদান করেন। রায়ে অসন্তুষ্ট হয়ে মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা আদালতে আবেদন করলে আদালত তিন মাসের স্থগিত আদেশ দেন। পরবর্তীতে মকছেদ আলী মোল্লা জমি জবর-দখলের অভিযোগ এনে থানায় আব্দুল কাদের দীলিপের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে থানা পুলিশ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেন। সেই থেকে আব্দুল কাদের প্রতিপক্ষ মকছেদ আলী মোল্লার প্রতি ক্ষুদ্ধ ছিলেন। আজ সকালে মকছেদ আলী মোল্লা জমি দেখতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠান।
এ বিষয়ে আব্দুল কাদেরের সঙ্গে একাধিক বার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। নাটোর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে দিনের বেলায় হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। খবর পেয়ে আমরা হাসপাতালে দেখতে গিয়েছি। এ ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করছি।
ওসি মো. মিজানুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দু-পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।