টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটা পাহাড় সড়কের কিছু অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সড়কেও কিছু জায়গায় পাহাড় ধস ও গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে আছে। ফলে কিছুটা যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
রোববার (১৯ জুন) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। শহরের উদ্দেশ্য ছেড়ে যায়নি কোনো শিক্ষক বাস। ফতেহাবাদ এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় শিডিউল অনুযায়ী আসতে পারছে না শাটল ট্রেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান।
তিনি বলেন, ক্যাম্পাসে কাটা পাহাড়সহ বিভিন্ন সড়কে পাহাড় ধসে পড়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে নিচে পড়ছে। এগুলো সরাতে যথাযথ ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক মাইকিং করা হবে। বিশ্ববিদ্যালয়ের কলোনিগুলো বেশিরভাগ পাহাড়ের পাশে অবস্থিত সেদিকে লক্ষ্য রেখে সবাইকে সতর্ক থাকতে হয়েছে।
টিআর