পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে মুক্তি পাওয়া নিজের ‘রাজকুমার’ সিনেমার সফলতা নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকাই চলচ্চিত্রের ‘নাম্বার ওয়ান’ অভিনেতা শাকিব খান।
বৃহস্পতিবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদের আগের দিন এক ভিডিওবার্তায় তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার পাশাপাশি সবাইকে সিনেমা দেখার আহ্বান জানালেন ঢালিউডের জনপ্রিয় এই নায়ক।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওর ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন।’
শাকিব খান আরও লিখেছেন ‘পাশাপাশি চেষ্টা থাকে, আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী (এই ঈদ মৌসুমেই) সগৌরবে চলবে রাজকুমার। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে এগিয়ে যাব বহুদূর।’
প্রসঙ্গত, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে ১১টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি সূত্র জানায়, এবার ঈদে মুক্তির তালিকায় ছিল ১৩ টি সিনেমা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মুক্তি পায় ১১ টি।‘ ডেড বডি’ ও ‘পটু’ নামে দুটি ছবি মুক্তির তালিকা থেকে সরে গেছে। দেশের চলমান মোট ২০৮টি প্রেক্ষাগৃহের মধ্যে ১২৭টিতে চলছে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদে সর্বাধিক প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।
পরিবেশক সমিতি সূত্র জানায়, একক ও মাল্টিপ্লেক্স মিলে রেকর্ডসংখ্যক ১২৭টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ ছবিটি। জানা গেছে, ১১৭টি একক হল ও মাল্টিপ্লেক্সের ১০টি পর্দায় চলছে ছবিটি।