দেশজুড়ে

টিকটক করতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেলো কিশোরের

টিকটক করতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেলো কিশোরের
কুড়িগ্রামের রাজারহাটে টিকটক ভিডিও বানাতে গিয়ে  তিস্তা নদীতে ডুবে সোহাগ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ  জানায়, নিহত সোহাগ তার ফুপাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। এসময় সাথে আরও দুই বন্ধু ছিল। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ পানিতে নেমে গোসল করতে ছিল। গোসলের এক পর্যায়ে অন্যরা নিজেদের মত তীরে চলে এলেও সোহাগকে খুজে পাওয়া যাচ্ছিলো না। স্থানীয়রা জানান, নদীর পাড়ে গিয়ে তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা পর তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে। নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। প্রসঙ্গত, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

এ সম্পর্কিত আরও পড়ুন টিকটক | করতে | গিয়ে | নদীতে | ডুবে | প্রাণ | গেলো | কিশোরের