আন্তর্জাতিক

ভোটের সময় ছত্তিশগড়ে বিস্ফোরণে নিহত ১, পশ্চিমবঙ্গে সহিংসতা 

ভোটের সময় ছত্তিশগড়ে বিস্ফোরণে নিহত ১, পশ্চিমবঙ্গে সহিংসতা 
ভারতের লোকসভা নির্বাচন ঘিরে ছত্তিশগড়ে বিস্ফোরণ ও পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনা ঘটেছে। ভোট শুরুর কিছু সময় পর ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী প্রভাবিত বাস্তার এলাকায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ভোটের দায়িত্বে থাকা দেবেন্দ্র কুমার নামে এক নিরাপত্তা কর্মী নিহত হন। আহত হন আরও একজন। ভোট চলাকালীন মণিপুরের থামানপোকপি কেন্দ্রের একটি বুথে হামলা চালিয়েছে সশস্ত্র দুবৃত্তরা। তবে এখনও হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি। পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্ত সহিংসতার খবর পাওয়া গেছে। শুক্রবার শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। দেশটির প্রায় ৯৭ কোটি ভোটার ৭ দফায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। প্রথম দফায় শুক্রবার (১৯ এপ্রিল) ১০২ লোকসভা আসনের ভোট নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভোটের | সময় ছত্তিশগড়ে | বিস্ফোরণে | নিহত | ১ | পশ্চিমবঙ্গে | সহিংসতা