আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউরোপে তীব্র দাবানল: উত্তরে যাচ্ছে তাপপ্রবাহ

ইউরোপে তীব্র দাবানল: উত্তরে যাচ্ছে তাপপ্রবাহ

ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও গ্রীসে দাবানলের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহ উত্তর দিকে অগ্রসর হওয়ায় পশ্চিম ইউরোপ আরও উত্তপ্ত তাপমাত্রার সম্মুখীন হয়েছে। 

সোমবার (১৮ জুলাই) উত্তর স্পেনে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস  রেকর্ড করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য তার সর্বকালের সবচেয়ে উষ্ণতম দিন দেখতে পাবে। 

বিশেষজ্ঞরা বলছেন, যে ফ্রান্সের কিছু অংশ ‘তাপ মহাকাশের’ সম্মুখীন হয়েছে।

ফ্রান্সের বেশ কয়েকটি অংশ তাদের সবচেয়ে উষ্ণতম দিন দেখেছে যেখানে পশ্চিমের শহর নান্তেস ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। জানিয়েছে দেশটির  আবহাওয়া অফিস।

সাম্প্রতিক দিনগুলিতে দাবানল ৩০,০০০ এরও বেশি লোককে পালাতে বাধ্য করেছে, সরিয়ে নেয়ার জন্য জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইউরোপে | তীব্র | দাবানল | উত্তরে | যাচ্ছে | তাপপ্রবাহ