আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রধান শিক্ষকের ‘দুর্নীতি ও অনিয়মের’ বিচারের দাবিতে মানববন্ধন

প্রধান শিক্ষকের ‘দুর্নীতি ও অনিয়মের’ বিচারের দাবিতে মানববন্ধন

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের অর্থ দুর্নীতি ও অনিয়মের বিচারে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেওই বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক ও এলাকাবাসী।

আজ বুধবার (২০ জুলাই) সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের সামনেজ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিনের দুর্নীতির সুষ্ঠু বিচার দাবি করে।

মানববন্ধনে বিদ্যালয়টির শিক্ষার্থী অভিভাবক ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিদ্যালয় চত্তর থেকে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের  দাবিতে একটা বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ওই বিদ্যালয়ে পাশ্বে রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় স্কুলের মুল ফটকের সামনে এসে শেষ হয়।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান | শিক্ষকের | দুর্নীতি | ও | অনিয়মের | বিচারের | দাবিতে | মানববন্ধন