আর্কাইভ থেকে বাংলাদেশ

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুণবর্ধনে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুণবর্ধনে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুণবর্ধনে।

আজ শুক্রবার (২২ জুলাই) শপথগ্রহণ করেন তিনি। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেয়া হলো।

আজ নতুন মন্ত্রিসভা নিয়োগ করবেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

গেলো বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট হয়ে শপথবাক্য পাঠ করেন তিনি। তাকে প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া শপথবাক্য পাঠ করান।বুধবার পার্লামেন্টে ১৩৪ ভোট পেয়ে রনিল বিক্রমাসিংহে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে থেকেই দীনেশ গুণবর্ধনের নাম প্রধানমন্ত্রী হিসেবে ভেবে রেখেছিলেন নয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। শুধুমাত্র দক্ষ প্রশাসক বা প্রাক্তন মন্ত্রী হিসেবেই নন, গুণবর্ধনেকে স্কুলজীবন থেকেই চেনেন রনিল বিক্রমসিংহে। তারা সহপাঠী ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কার | নতুন | প্রধানমন্ত্রী | দিনেশ | গুণবর্ধনে