দুর্ঘটনা

রাজধানীতে যে কারণে পুড়লো বাস

রাজধানীতে যে কারণে পুড়লো বাস
বনানীতে মোটরসাইকেলে পেছনে থেকে সজোরে ধাক্কা দেয় একটি চলন্ত বাস। এতে হঠাৎ মোটরসাইকেলের ট্যাঙ্ক ফেটে আগুন ধরে যায়, যা একসময় বাসেও ধরে যায়। মুহূর্তে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে বনানী নেভি সদরদপ্তরের সামনের সড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে আহত মোটরসাইকেলের চালককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়েছে স্থানীয়রা। তিনি গুরুতর আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ট্রাফিক পুলিশের সদস্য চাঁন মিয়া গণমাধ্যমে জানান, বনানী ফ্লাইওভার থেকে বাসটি নামার সময় সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘাতক বাস মোটরসাইকেলটি টেনে অনেক দূর নিয়ে যায়। এতে হঠাৎ মোটরসাইকেলের ট্যাঙ্ক ফেটে আগুন ধরে যায়, যা একসময় বাসেও ধরে যায়। মুহূর্তে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচেই দেখা গেছে। প্রসঙ্গত, বাসে আগুনের ঘটনায় বনানী থেকে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় ট্রাফিক পুলিশের সদস্যরা এক লেন বন্ধ রেখে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | কারণে | পুড়লো | বাস