আর্কাইভ থেকে বাংলাদেশ

যেখানে বিদ্যুৎ রপ্তানি করার কথা, সেখানে লোডশেডিং : মির্জা ফখরুল

যেখানে বিদ্যুৎ রপ্তানি করার কথা, সেখানে লোডশেডিং : মির্জা ফখরুল

ব্যাংকিং খাতে দুর্নীতি, হাজার কোটি টাকা পাচার করা হয়েছে দেশের বাহিরে। মূল্যস্ফীতি, জ্বলানি ও বিদ্যুৎসংকট এখন প্রকট। জনগণ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যেখানে বিদ্যুৎ রপ্তানি করার কথা। সেখানে নিজ দেশে এখন লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের-মিতব্যয়ী কথা বলা হচ্ছে। দুর্নীতির কারণে হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করাই কাল হয়েছে। বললেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশিরা বিগত নির্বাচনগুলোকে ফ্রড ইলেকশন বলছে। জনগণের প্রতিনিধিত্ব হয়নি, তা প্রমাণিত হয়েছে। আবার নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে। উন্নয়নের মিথ তৈরি হয়েছে, যার মধ্যমে প্রতারণা করা হচ্ছে জনগণের সঙ্গে। এখন মেগা প্রজেক্টের কথা বলা হচ্ছে  কিন্তু দারিদ্র্যের হার ৪২ শতাংশ হয়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। ভোটাধিকারসহ সব অধিকার হরণ করেছে। গুম, খুন, হত্যা, বিচারবহির্ভূত হত্যাসহ ৩৫ লাখ বিরোধী নেতাকর্মীর বিরুদ্ধে এই সরকার মামলা দিয়ে হয়রানি করছে।

উল্লেখ্য, বিএনপি বর্তমান অবস্থার অবসান চায়। নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা করতে হবে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে আওয়ামী লীগ আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। এটা গণতান্ত্রিক দেশের জন্য হুমকি। বিএনপি তাই চায় তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরে আসুক।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন যেখানে | বিদ্যুৎ | রপ্তানি | করার | কথা | সেখানে | লোডশেডিং | | মির্জা | ফখরুল