কিছু কিছু জিনিসের দাম কিছুটা বেড়েছে। এটা ব্যবসায়ীদের কৃত্রিম সংকটের জন্য হয়েছে। আমরা সেটি নিয়ন্ত্রণে চাল আমদানির অনুমতি দিয়েছি। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। দেশে কোনো হাহাকার নেই। জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। সারা পৃথিবীর মানুষ সেটি মোকাবিলা করছে। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। সারের দাম অনেক কমানো হয়েছে।
আবদুর রাজ্জাক বলেন, সারা বছর ফল উৎপাদনকে কীভাবে আরও ব্যাপক আকারে করা যায় সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য আগামী পাঁচ বছরের জন্য একটি পরিকল্পনা নির্ধারণ করতে হবে। উৎপাদন করে কীভাবে সুষ্ঠু উপায়ে এসব ফল বাজারজাতকরণ, সংরক্ষণ করা যাবে সে চেষ্টা করা হবে।
তাসনিয়া রহমান