আর্কাইভ থেকে বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ঢাবিতে মশাল মিছিল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ঢাবিতে মশাল মিছিল

দেশে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল) মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

গেলো শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি তারিকুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আসিফ মাহমুদ, সাহিত্য সম্পাদক জাহিদ আহসানসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিজেল ও কেরোসিনের দাম ছিলো ৮০ টাকা, পেট্রোলের দাম ছিলো ৮৬ টাকা এবং অকটেন ছিলো ৮৯ টাকা।

 

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন জ্বালানি | তেলের | মূল্যবৃদ্ধি | ঢাবিতে | মশাল | মিছিল