ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যে ঘোষণা দিয়েছে পিএসজি'তে তার সময় শেষ। নতুন গন্তব্য কোথায়, তা এখনো জানা না গেলেও- রিয়াল মাদ্রিদ এখানে সবার উপরে, তা বোঝা যায়। পিএসজির আরও দুইটি ম্যাচ বাকি আছে লিগে, এরমধ্যে সেরা খেলোয়াড় হিসেবে অভিধা পেয়ে বসলেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ টি গোল করেছেন এমবাপ্পে। ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন থেকে এই পুরস্কারটি পেয়েছেন তিনি। টানা পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতে নিলেন এই ফুটবলার। সোমবার (১৩ মে) প্যারিসে এক অনুষ্ঠানে এই ফরাসি খেলোয়াড়ের হাতে পুরষ্কারটি তুলে দেওয়া হয়।
এমবাপ্পে পিএসজি ছেড়ে যাচ্ছেন, তা সম্প্রতি জানা যায়। তিনি নিজেই নিশ্চিত করেছেন। তার বয়স এখন ২৫। এর আগেও মাদ্রিদে যাওয়ার কথা উঠেছিল তার। তবে শেষ পর্যন্ত ঘটেনি। এবার অন্তত ফ্রান্সের ক্লাবটি ছাড়ছেন তিনি। আর মাদ্রিদের পথেই যে উড়াল দিতে যাচ্ছেন, সেটিও নানা উৎসের মাধ্যমে অনেকটাই নিশ্চিত হওয়া যায়।
চলতি মৌসুমে লিগ-ওয়ান খেলে ২৭ গোল করেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্রাইকার জোনাথন ডেভিডের চাইতে ৮ গোল বেশি করেছেন তিনি। দীর্ঘ ৭ মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে। ছেড়ে গেলেও সময়টুকু দারুণভাবে স্মরণ করে যেতে চাইবেন তিনি, "লিগ ওয়ান সব সময়ই আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। কারণ আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত এই একটি লিগ সম্পর্কেই ভালো অবগত আমি। এই লিগকে সব সময় মিস করবো। আগামীতে যা আসছে সেটা নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। কিন্তু সেটা ভিন্ন ব্যাপার।"
পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এমবাপ্পে। তুলুজের কাছে ম্যাচটি অবশ্য ৩-১ গোলে হেরেছে তার দল।
এম/এইচ