আর্কাইভ থেকে বাংলাদেশ

৩ যুবক দিয়ে বান্ধবীকে ধর্ষণ করালো তরুণী

৩ যুবক দিয়ে বান্ধবীকে ধর্ষণ করালো তরুণী

বায়ান্ন অনলাইন রিপোর্ট/ বায়ান্ন ডট কম

 

বান্ধবীর খপ্পরে পড়ে গণধর্ষণের শিকার হল ১১ বছরের এক কিশোরী। তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে মুম্বাইয়ের ভিরার এলাকায়। ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই কিশোরীর বান্ধবী ও দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আরও এক যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মোবাইলফোন সারাতে বাড়ির কাছাকাছি একটি দোকানে গিয়েছিল ওই কিশোরী। সেখানে ২১ বছর বয়সি তার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়। তার পর কথা বলতে বলতে তারা এলাকায় হাঁটতে থাকেন।

এর পরই কিশোরীকে একটি এলাকায় নিয়ে যান তার বান্ধবী। সেখানে তার তিন বন্ধুকে ডেকে পাঠান। মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন তরুণীর তিন বন্ধু। ওই এলাকায় কিশোরীকে বন্দি করে রাখা হয়।

তিন যুবকের মধ্যে কোনও এক জনের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে কিশোরীকে হুমকি দেন ওই তরুণী। এরপরই তাকে দুই যুবক ধর্ষণ করেন বলে অভিযোগ। অপর যুবক যৌন নির্যাতন করেন। গোটা ঘটনা ‘উপভোগ’ করেন কিশোরীর ওই বান্ধবী। বুধবার ভোরে কিশোরীকে অভিযুক্তরা বাড়ি পৌঁছে দেয়।

বাড়ি পৌঁছে গোটা ঘটনা তার মাকে জানায় কিশোরী। মেয়ের কথা শোনামাত্রই ভিরার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তার মা। এর পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। 

এ সম্পর্কিত আরও পড়ুন ৩ | যুবক | দিয়ে | বান্ধবীকে | ধর্ষণ | করালো | তরুণী