এশিয়া

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে
গেলো আড়াই মাস ধরে মোট সাত দফায় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটির প্রধান উৎসব সাধারণ নির্বাচনে ভোট হয়েছে। পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন কোটি কোটি মানুষ। এই নজির বিশ্বের ইতিহাসে বিরল। ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো ১৯ এপ্রিল। সপ্তম ও শেষ দফার ভোট হয়েছে গেলো ১ জুন। এরপর ৭২ ঘণ্টার অপেক্ষা শেষে ভোটগণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালটে পড়া ভোট গণনা শুরু হয়। এরপর একে একে খুলতে শুরু করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এই যন্ত্রে আপাতত বন্দি রয়েছে প্রার্থীদের ভবিষ্যৎ। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা বাজতেই পুরো দেশের ৫৪২টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট গণনার প্রথম আধাঘণ্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ১৭১টি আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ৬৮টি আসনে এবং অন্যরা এগিয়ে ৪টি আসনে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ ৫৪৩ আসন বিশিষ্ট লোকসভার জন্য ভোটগ্রহণ করা হয়েছে। যে দল বা জোট ২৭২ বা তার বেশি আসন পাবে, তারা দেশের পরবর্তী সরকার গঠন করবে। টিআর/  

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | লোকসভা | নির্বাচনের | ভোট | গণনা | চলছে