ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ
ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। অন্তত স্কটিশরা যেভাবে ব্যাট চালিয়েছেন, তা ছিল প্রশংসার ন্যায়। ব্রিজটাউনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল দলটি। নিজেদের প্রথম ম্যাচে ভালো করতে মুখিয়ে ছিল যেন। তবে ইংল্যান্ডের কাছ থেকে আর কোনো প্রদর্শনী দেখা হয়নি। বৃষ্টির কারণে ১০ ওভারে ৯০ রানের বিপক্ষে লড়তে গিয়ে, ব্যাটিংয়ে নামা হয়নি ইংলিশদের। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মুনশি ও মাইকেল জোনস শুরুতেই বার্তা দেন। বারবার বৃষ্টির বাঁধায় খেলা একসময় পণ্ড হয়ে যায়। মুনশির ব্যাটে ৩১ বলে ৪১ রান আসে, যেখানে ৪ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারি ছিল। অন্যদিকে জোনসের ব্যাটে ৩০ বলে ৪৫ রান আসে। যেখানে ছিল ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারি। ইউরোপিয়ান দেশগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো জেতা হয়নি ইংল্যান্ডের। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়, সে রেকর্ড জিইয়ে থাকল এখনো। স্কটল্যান্ড এর পরের ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়ার বিপক্ষে। আর ইংল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বৃষ্টিতে | ভেসে | ইংল্যান্ডস্কটল্যান্ড | ম্যাচ