ফুটবল

জাভির বরখাস্ত নিয়ে মুখ খুললেন বার্সা সভাপতি

জাভির বরখাস্ত নিয়ে মুখ খুললেন বার্সা সভাপতি
জাভি হার্নান্দেজকে বরখাস্ত করা হয়েছে বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে। বার্সার সাবেক এই খেলোয়াড়কে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, তা দেখে সমর্থকেরাও হতাশ হয়েছেন। এবার ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ব্যাখ্যা করলেন, কেন চলে যেতে হয়েছে জাভিকে। জাভিকে নিয়ে বেশ খানিকটা জলঘোলা হয়েছে। একবার এই স্প্যানিশ তারকা ক্লাব ছেড়ে দেবেন বলে মনস্থির করেছিলেন। এরপর আবার সিদ্ধান্ত নেন থেকে যাবেন। যখন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তখন তাকে বরখাস্ত হতে হবে- তা আসলে কেউ তেমন ভাবেনি। ক্লাবটির সভাপতি লাপোর্টা বলেন, ‘জাভি বেশ ভালো কাজ করেছে। যখন দলের কঠিন সময় ছিল, তখন সে দায়িত্ব নিয়েছে। শেষ বছর সে লিগ ও সুপার কাপ জেতে। এই মৌসুমে ভালো যায়নি আমাদের।‘ জাভি একবার চেয়েছিলেন ক্লাব ছাড়তে। এরপর আবার দায়িত্ব চালিয়ে যান। তবে স্পোর্টস ডিরেক্টরের সাথে একটি বৈঠকের পর জাভি আবারও নিজের মন বদলে ফেলেন বলে জানিয়েছেন লাপোর্তা। এরপর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় এখন নতুন কাউকে দরকার। জাভিকে বরখাস্ত করার পর হানসি ফ্লিককে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। ফ্লিক বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন জাভির | বরখাস্ত | নিয়ে | মুখ | খুললেন | বার্সা | সভাপতি