ফুটবল

জার্মানির কাছে হার দেখে কান্না করা এন্দ্রিক কোপা জিততে জীবন দিতে প্রস্তুত

জার্মানির কাছে হার দেখে কান্না করা এন্দ্রিক কোপা জিততে জীবন দিতে প্রস্তুত
মারাকানা ট্রাজ্যাডির পর ব্রাজিলের ইতিহাসে সব থেকে বড় বিপর্যয় ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে হার। ৭-১ গোলের সেই পরাজয়কে মারাকানাজ্জোর চেয়েও বেদনার বলে মনে করেন অনেকে। তখন এন্দ্রিক ফিলিপে ৮ বছরের শিশু।  এতো অল্প বয়সে ফুটবলটা খুব একটা না বুঝলেও লজ্জাজনক সেই হারে কেঁদেছিলেন তিনি।  শুধু জার্মানির সঙ্গে হারেই নয় কলম্বিয়ার বিপক্ষে নেইমারের ইনজুরিতেও কেদেছিলেন ছোট্ট এনদ্রিক। কিন্তু দিন গড়িয়ে সেই ছোট এনদ্রিক এখন ব্রাজিল দলের অংশ।  ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড  ব্রাজিলের হয়ে এ পর্যন্ত ৪ ম্যাচে ২ গোল করেছেন।  খেলবেন কোপা আমেরিকায়। জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এদ্রিক কোপা আমেরিকার আগে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে জানিয়েছেন, কোপা আমেরিকার জন্য তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত। ‘ফাইনালে উঠতে নিবেদনের কোনো ঘাটতি থাকবে না। সৃষ্টিকর্তা চাইলে হয়তো চ্যাম্পিয়নও হতে পারি। দলের সঙ্গে এটাই আমার প্রথম চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। আমি নিজের জীবন দিয়ে দেব।’

এ সম্পর্কিত আরও পড়ুন জার্মানির | কাছে | হার | দেখে | কান্না | করা | এন্দ্রিক | কোপা | জিততে | জীবন | প্রস্তুত