ফুটবল

লিওনেল মেসির পছন্দ; ফলাফলে মাদ্রিদ, খেলা বিবেচনায় সিটি

লিওনেল মেসির পছন্দ; ফলাফলে মাদ্রিদ, খেলা বিবেচনায় সিটি
রিয়াল মাদ্রিদকে ফলাফলে এগিয়ে রাখতেই হবে। আর অন্যদিকে ম্যানচেস্টার সিটির খেলা দেখার জন্য বেশ ভালো। লিওনেল মেসি তো এমনই মনে করছেন। সম্প্রতি ১৫তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে মাদ্রিদ। যেখানে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ তে জিতেছে তারা। অন্যদিকে ম্যানসিটি টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলেন, ইন্টার মিয়ামিতে। সেখানে ভালোই সময় কাটছে তার। আর্জেন্টিনার এক গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন সম্প্রতি। সেখানে বলেন, 'আপনি যদি ফলাফলের দিকে তাকান, এটা (রিয়াল) মাদ্রিদ, এখনকার চ্যাম্পিয়নস লিগ যাদের কাছে আছে। আপনি যদি খেলা দিয়ে বিবেচনা করেন, আমি গার্দিওয়ালার (ম্যানচেস্টার) সিটিকে পছন্দ করি।' মেসির সাথে গার্দিওয়ালার সম্পর্ক নতুন কিছু নয়। এই স্প্যানিশ কোচের সাথে দারুণ সময় কেটেছে তার। গার্দিওয়ালা যেভাবে অনুশীলন করান, যেভাবে কাজ করান- এ ব্যাপারগুলো বেশ পছন্দ করেন মেসি। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার দায়িত্বে ছিলেন গার্দিওয়ালা। সেখানেই এই কোচের সাথে সম্পর্ক মজবুত হয়েছে আর্জেন্টাইন তারকার।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন লিওনেল | মেসির | পছন্দ | ফলাফলে | মাদ্রিদ | খেলা | বিবেচনায় | সিটি