ফুটবল

নাক ভেঙেও যে কারণে হলুদ কার্ড দেখলেন এমবাপ্পে

নাক ভেঙেও যে কারণে হলুদ কার্ড দেখলেন এমবাপ্পে
অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন ডানসোর সঙ্গে ধাক্কা লেগে নাক ভেঙ্গে যায় কিলিয়ান এমবাপ্পের।  নাক ভেঙ্গে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল।  ঝুঁকি না নিয়ে এমবাপ্পেকে মাঠে থেকে তুলে নেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মাঠ থেকে ওঠার আগে আরেকটি কাণ্ড করেন এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ফ্রান্স তারকা। এমবাপ্পেকে তুলে নেওয়ার আগে অলিভিয়ের জিরুদ এবং ইউসুফ ফোফানা মাঠে নামার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু খেলোয়াড় বদলির সময় না দিয়ে রেফারি খেলা চালিয়ে যাওয়ায় আবার মাঠের মধ্যে গিয়ে বসে পড়েন এমবাপ্পে। যাতে রেফারি খেলা বন্ধ করতে বাধ্য হন। তবে এমন কান্ডের জন্য শান্তিও পেতে হয়েছে তাকে। দেখতে হয়েছে হলুদ কার্ড। এমবাপ্পের নাকের ইনজুরি সম্পর্কে ইএসপিএন জানিয়েছে তার নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই।  মাস্ক পরে মাঠে ফিরবেন তিনি।  এমবাপ্পেকে যে মাস্ক পড়তে হবে তা নিশ্চিত হওয়া যায় ম্যাচের পর সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে।  পোস্ট দিয়ে মাস্কের ব্যাপারে পরামর্শ চেয়েছেন সাবেক পিএসজি তারকা। এমবাপ্পের নাক ভাঙ্গার দিনে ইউরোতে অস্ট্রিয়ার ভুলে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স।   ৩৮ মিনিটেই আত্মঘাতী গোল করে অস্ট্রিয়া।  এই গোলটিই গড়ে দেয় ম্যাচের ফলাফল। ফ্রান্সের জয়ের দিনে ফিফা র‍্যাংকিংয়ে ৩ নম্বরে থাকা বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ৪৮ নম্বর র‍্যাংকিংয়ের দল স্লোভাকিয়া।   আর ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে ২৪ বছর পর ইউরোতে জয়ের স্বাদ পেয়েছে রোমানিয়ার।    

এ সম্পর্কিত আরও পড়ুন নাক | ভেঙেও | কারণে | হলুদ | কার্ড | দেখলেন | এমবাপ্পে