দেশজুড়ে

বেপরোয়া বাস কেড়ে নিলো দুই পথচারীর প্রাণ

বেপরোয়া বাস কেড়ে নিলো দুই পথচারীর প্রাণ
বগুড়ার কাহালুতে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন রত্না বেগম (৩৫) ও সৈকত আহমেদ টুনু (৩২)। এদের মধ্যে রত্না বেগম ঈদের কারণে লোহাজাল এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং পেশায় কৃষক সৈকত বাজারে দুধ বিক্রি করতে যাচ্ছিলেন। রোববার (২৩ জুন) সকাল বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিবিরপুকুর বাজার এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশরাফুল ইসলাম। ওসি জানান,  সকালে বিবিরপুকুর বাজারে একটি চাতালের সামনে রত্না বেগম তার এক আত্মীয়কে অটোতে তুলে দিতে এবং সৈকত দুধ বিক্রি করতে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় বগুড়া থেকে নওগাঁগামী একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজনেই ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উল্লেখ্য, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বেপরোয়া | বাস | কেড়ে | নিলো | দুই | পথচারীর | প্রাণ