আর্কাইভ থেকে বাংলাদেশ

গার্ডার দুর্ঘটনা: চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তির সুপারিশ

গার্ডার দুর্ঘটনা:  চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তির সুপারিশ

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায় পেয়েছে। তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির শাস্তির সুপারিশ করা হয়েছে।

গেলো বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে কালো তালিকাভুক্ত করার মতো কঠোর ব্যবস্থা নেয়া হবে কি না তা মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেয়া হয়েছে।

বিআরটি সূত্রে জানা গেছে, গেলো ১৫ আগস্ট উত্তরায় গার্ডার দুর্ঘটনায় প্রাণহানির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাই দায়ী। তদন্ত প্রতিবেদনে কারাবন্দি ক্রেন অপারেটর আল আমিন হোসেন হৃদয়সহ প্রায় ২০ জনের জবানবন্দি আছে। হৃদয়ের জবানবন্দি নেয়া হয়েছে কারাফটকে।

একইসঙ্গে আছে ১০ জন চীনা নাগরিকের জবানবন্দি। তারা তদন্তে অসহযোগিতা করেছেন। এ কারণেই তদন্তে বিলম্ব হয়েছে। এ বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গার্ডার | দুর্ঘটনা | | চীনা | ঠিকাদারি | প্রতিষ্ঠানের | শাস্তির | সুপারিশ