আর্কাইভ থেকে বাংলাদেশ

ব্রিটেনের রানির শারীরিক অবস্থার অবনতি, স্কটল্যান্ডের পথে রাজপরিবার

ব্রিটেনের রানির শারীরিক অবস্থার অবনতি, স্কটল্যান্ডের পথে রাজপরিবার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপ হয়েছে। রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকেরা। তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ও রানির কার্যালয় বাকিংহাম প্যালেস এ তথ্য জানিয়েছে। খবর- বিবিসি।

বর্তমানে ৯৬ বছর বয়সী ব্রিটিশ এই রানি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

রানির শারীরিক অবস্থার অবনতি খবর জানতে পেরে ইতোমধ্যে রাজপরিবারের সদস্যরা স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

প্রিন্স চার্লস, ক্যামিলা ও প্রিন্সেস অ্যান বালমোরালে আছেন এবং প্রিন্স উইলিয়াম স্কটল্যান্ডের পথে রওয়া করেছেন। প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ডের মতো প্রিন্স হ্যারি এবং মেঘানও স্কটল্যান্ডে যাচ্ছেন।

এদিকে, প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন- পুরো দেশ এই খবরে গভীরভাবে উদ্বিগ্ন।

ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘতম রাজত্বকারী ও বিশ্বের প্রবীণতম রানি গেলো বছরের শেষের দিক থেকে আকস্মিকভাবে চলাফেরার সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সাল থেকে ব্রিটেন এবং অন্যান্য এক ডজনেরও বেশি দেশের রানি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের শুরুর দিকে সিংহাসনে আরোহণের ৭০তম বছর উদযাপন করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রিটেনের | রানির | শারীরিক | অবস্থার | অবনতি | স্কটল্যান্ডের | পথে | রাজপরিবার