দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, আগুনে দগ্ধ ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, আগুনে দগ্ধ ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লেগেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১০ জুলাই) সকাল ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মেঘনা টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাৎক্ষণিক মাইক্রোবাসে আগুন ধরে যায়। গাড়ীর যাত্রীদের চিৎকার শুনে টোল প্লাজা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানালা ভেঙে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়া হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাচট্টগ্রাম | মহাসড়ক | ডিভাইডারে | মাইক্রোবাসের | ধাক্কা | আগুনে | দগ্ধ | ৫