ঢালিউড

কবি মাকিদ হায়দার আর নেই

কবি মাকিদ হায়দার আর নেই
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি,পাবনার কৃতী সন্তান মাকিদ হায়দার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লা হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। কবি মাকিদ হায়দার অনেকদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। বুধবার (১০ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাকিদ হায়দারের চাচাতো ভাই মোখলেছু ররহমান বাদশা। মোখলেছুর রহমান বলেন, বিকেলে ঢাকা থেকে মরদেহ রওয়ানা দিয়ে রাতে পাবনায় পৌঁছাবে। আগামীকাল বৃহস্পতিবার পাবনার আরিফপুর সদর কেন্দ্রীয় গোরস্থান মাঠে সকাল ৮ টায় জানাজা শেষে সেখানেই দাফন করা হবে। তিনি খুবই মেধাবী ও ভালো মনের একজন মানুষ ছিলেন। সবার সঙ্গে মধুর ব্যবহার করতেন। আসলে তার মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেল। আল্লাহ যেন তাকে ভালো রাখেন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর কবি মাকিদ হায়দার পাবনার আরিফপুরের দোহারপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন । কবির বাবা হাকিম উদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। চৌদ্দ ভাইবোনের মধ্যে মাকিদ হায়দার ছিলেন ষষ্ঠ । মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত। মাকিদ হায়দার পাবনার গোপালচন্দ্র ইনস্টিটিউট থেকে মেট্রিকুলেশন পাস করেন। এরপর ঢাকায় চলে যান কবি। ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। ঢাকার বিসিক শিল্প নগরীতে চাকরি করতেন তিনি। কবি মাকিদ হায়দার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাকিদ হায়দারের প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রোদে ভিজে বাড়ি ফেরা (১৯৭৬), আপন আঁধারে একদিন (১৯৮৪), পার্থ ও প্রতিম (২০০৭), কফিনের লোকটি (২০১১), যে আমাকে দুঃখ দিলো (২০১২), প্রিয় রোকানালী (২০১৩), মুমুর সাথে সারা দুপুর (২০১৪)। এ ছাড়া তার একটি গল্পগ্রন্থ ও একটি প্রবন্ধের বই রয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন কবি | মাকিদ | হায়দার | আর | নেই