জাতীয়

ঢাবিতে একপাশে ছাত্রলীগ অন্যপাশে কোটা আন্দোলনকারীরা

ঢাবিতে একপাশে ছাত্রলীগ অন্যপাশে কোটা আন্দোলনকারীরা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের একপাশে (মধুর ক্যান্টিনে) অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যপাশে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টার কিছুক্ষণ পর থেকেই এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। উভয় পক্ষই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ক্যাম্পাসের বিভিন্ন হল ও বিভাগের মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। একই সঙ্গে হলগুলো ও ঢাকা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন মধুর ক্যান্টিনে। এর আগে সকালে সংবাদ সম্মেলনে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানায় ছাত্রলীগ। তবে অবরোধ করে দাবি আদায়ের এই পদ্ধতিকে সমর্থন করছেন না দেশের শীর্ষ এ ছাত্র সংগঠনের নেতারা। তারা গণমাধ্যমে বলছেন, আন্দোলন আন্দোলন খেলায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। কারো কোনো কথা থাকলে তা আদালতে বিস্তারিত বলা যাবে। সেখান থেকেই আসবে বিষয়টির যৌক্তিক সমাধান। উল্লেখ্য, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন উদ্যোগ চোখে পড়েনি। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবিতে | একপাশে | ছাত্রলীগ | অন্যপাশে | কোটা | আন্দোলনকারীরা