আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার শিরোপা জয়

পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার শিরোপা জয়

১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় হোঁচট খায় পাকিস্তান। টানা দুই বলে তারা হারিয়ে বসেছে অধিনায়ক বাবর আজম (৫) আর ফাখর জামানকে (০)। তখনই আভাস পাওয়া গেয়েছিলো, শিরোপা বাবরদের হাত থেকে পড়ে গেছে। বাকিটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র।

শ্রীলঙ্কান বোলার দিলশান মধুশঙ্কার অবিশ্বাস্য বিদঘুটে বোলিংয়ে বেশ কিছু রান ফাও পেয়ে যায় পাকিস্তান। টানা ৫টি ওয়াইড এবং নো বল দিলেন লঙ্কান এই পেসার। এতে রানরে পাল্লা ভারি হয় পাকিস্তানের।কিন্তু তাও কোনও কাজে আসেনি বাবরদের।বিশাল পাহাড়ে উঠতে গিয়ে পিছলে পড়ে তার দল। দল।২০ ওভার খেলে ১৪৭ রান করতে সক্ষম হন তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন মোহাম্মদ রিজওয়ান। প্রমোদ মাদুশান ৪টি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা করে উইকেট পান।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ভানুকা রাজাপক্ষে। পাকিস্তানের পক্ষে ৩টি উেইকেট নেন হারিস রউফ।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতিখার আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাতিলাকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানকে | হারিয়ে | শ্রীলঙ্কার | শিরোপা | জয়