দেশজুড়ে

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
কুমিল্লায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নাছির পাটোয়ারী নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গেলো বৃহস্পতিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ এর সদস্যরা। শুক্রবার (১২ জুলাই) সকালে কুমিল্লা নগরীর শাকতলা র‌্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এদিকে মামলার খবর পেয়েই ঢাকায় আত্মগোপনে চলে যান অভিযুক্ত নাছির। গ্রেপ্তারের পর তাকে দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক কুমিল্লার দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের মৃত আব্দুস সামাদ পাটোয়ারির ছেলে। র‌্যাব জানায়, গত ৪ জুলাই জেলার দাউদকান্দি উপজেলার খালিশা মোহাম্মাদিয়া মিসবাউল উলুম মাদ্রাসার পাশের একটি বাসায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন শিক্ষক নাছির। ওই শিশু একই মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নাছিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নজরে আসায় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-১১ সিপিসি-২ (কুমিল্লা) এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমে জানান, ঘটনার দিন বৃষ্টির কারণে মাদ্রাসার অধিকাংশ ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল। গ্রেপ্তার নাছির পরিবারসহ মাদ্রাসার পেছনের একটি বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন আসামির পরিবারের সদস্যরাও বাড়িতে অনুপস্থিত ছিল। এ সময় আসামি নাছির তার বাসা ঝাড়ু দেয়ার জন্য ভুক্তভোগীকে ডেকে নিয়ে যায়। সে বাসায় প্রবেশ করলে আসামি তার বাসার দরজা লাগিয়ে দেয়। পরে সে তাকে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার করলে আসামি তাকে উক্ত ঘটনা গোপন রাখতে বলে এবং প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। র‌্যাবের ওই কর্মকর্তার ভাষ্য, বাড়িতে গিয়ে ওই শিশুটি কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে পরিবারের জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ণনা দেয়। পরে থানায় গিয়ে মামলা দায়ের করে পরিবার। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমে বলেন, গ্রেপ্তার আসামিকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ছাত্রীকে | ধর্ষণের | অভিযোগে | শিক্ষক | গ্রেপ্তার