ফুটবল

কোন চ্যাম্পিয়ন দল কত টাকা পুরস্কার পেলো

কোন চ্যাম্পিয়ন দল কত টাকা পুরস্কার পেলো
প্রতিটি বিশ্ব আসর শেষ হলে এই হিসাব দেখার আগ্রহ থাকে সমর্থক ও ভক্তদের। প্রায় একসাথেই শেষ হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ এবং কোপা আমেরিকা ২০২৪ এর আসর। চ্যাম্পিয়ন দলগুলো কে কত টাকার পুরস্কার জিতলো, সে ব্যাপারে আসুন দেখে নেওয়া যাক। ফুটবলে দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট কোপা, অন্যদিকে ইউরোপের টুর্নামেন্টকে ইউরো বলা হয়ে থাকে। ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর অন্যদিকে কোপাতে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ইউরোতে মোট প্রাইজমানি ছিল ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই টুর্নামেন্টে ২৪ টি দল অংশ নিয়েছিল। অন্যদিকে কোপাতে প্রাইজমানি ছিল ৭ কোটি ২০ লাখ ডলার। যেখানে দলের অংশগ্রহণ ছিল ১০ টি। ইউরো চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে ২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা। রানার্সআপ দল ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। যার বাংলাদেশি মুদ্রায় ২৮৫ কোটি টাকা। কোপাতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি টাকার কিছু বেশি। রানার্সআপ দল কলম্বিয়া পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮২ কোটি টাকার কিছু বেশি। ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। আর এদিকে কোপার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়ন | দল | কত | টাকা | পুরস্কার | পেলো