দেশজুড়ে

ঢামেকের সামনে আবারও কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ

ঢামেকের সামনে আবারও কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ
ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের পর এবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সামনে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও  অসংখ্য ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন গণমাধ্যমকে জানান, তাঁর কয়েকজন বন্ধু আহত হওয়ায় তাদের ঢামেকে আনা হয়েছিল। তাদের চিকিৎসা দেয়া হয়েছে কিন্তু বের হতে দেয়া হচ্ছে না। এ ছাড়া হাসপাতালের সামনে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা দাবি করেন,  ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ছয় ছাত্রী আহত হয়েছেন। রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, ৭১ হলেও ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আহতদের বেশিরভাগ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি দখলে নিয়েছে ছাত্রলীগ। এর আগে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটলে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢামেকের | সামনে | আবারও | কোটা | আন্দোলনকারীছাত্রলীগ | সংঘর্ষ