পরনে জ্যাকেট, মুখে হালকা হাসি। একে অপরের পিঠে ভর দিয়ে দাঁড়িয়ে। আগামী দিনে এই ভাবেই দর্শকের সামনে ধরা দিতে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বলিপাড়ায় খবর এমনটাই। বিয়ের পর প্রথম বার একসঙ্গে দেখা যাবে নায়ক-নায়িকাকে। এ কথা ইতোমধ্যেই জেনে ফেলেছেন সবাই। কিন্তু ঠিক কোন অবতারে ধরা দেবেন তারা? এ বার সেই খবরই জানা গেলো।
ফাঁস হয়ে গেছে ভিকি-ক্যাটরিনার বিজ্ঞাপনের এক ঝলক। কিসের বিজ্ঞাপন, বিষয় কী? কোনওটাই এখনও জানা যায়নি। কিন্তু ভিক্যাটকে এই অবতার দেখেই শুরু যাবতীয় চর্চার। এই এক অবতার নয়, সামনে অন্য মুডেও ধরা দিয়েছেন দুই জুটি। হাতে টুপি, ডাব নিয়ে মনে হচ্ছে সমুদ্রসৈকতে যেনো বেড়াতে চলে গিয়েছেন দুজন। এই ছবিগুলো দেখে আন্দাজ করাই যায় এ বার নিশ্চয়ই কোনও পর্যটনের বিজ্ঞাপনেই দেখা যাবে তাদের।
২০২১ সালের শেষে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাটরিনা। তার পর থেকেই দর্শকের মনে উত্তেজনা শেষ নেই। শুধু বিজ্ঞাপনে নয়, এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় সবাই।