অপরাধ

নুরকে চার লাখ টাকা দেন এক নেতা : ডিবি প্রধান

নুরকে চার লাখ টাকা দেন এক নেতা : ডিবি প্রধান
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে এক নেতা চার লাখ টাকা দিয়েছেন। সেই টাকা  কীভাবে খরচ করা হয়েছে সেসব বিষয় গোয়েন্দা পুলিশ (ডিবি) জানার চেষ্টা করছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান   ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। ডিবি প্রধান জানান, রিমান্ডে তারা নুরের কাছ থেকে অনেক তথ্য পেয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে। আন্দোলনের সময় যে নেতা তাকে টাকা দিয়েছিল। তাকেও পুলিশ আটক করেছে। ওই নেতা নুরকে চার লাখ টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন। এ পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে বর্তমানে তাদের কাছে রয়েছেন। উল্লেখ্য,  রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায়  রিমান্ড শেষে নুরকে গেলো ২৬ জুলাই আদালতের হাজির করা হয়।এসময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নুরকে | চার | লাখ | টাকা | দেন | এক | নেতা | | ডিবি | প্রধান