বাংলাদেশ

আগরতলায় একসঙ্গে ২৩ বাংলাদেশি গ্রেপ্তার

আগরতলায় একসঙ্গে ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পরে বাংলাদেশে চলছে ধরপাকড়। আর এর মাঝেই ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়  একসঙ্গে ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে এসব বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে এক দালালও রয়েছেন। জিআরপি সূত্রের বরাত দিয়ে রোববার (২৮ জুলাই) ভারতীয় পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পত্রিকাটি বলছে, গ্রেপ্তার ২৩ জনই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তাঁরা ত্রিপুরায় এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বেশির ভাগেরই বয়স ত্রিশ বছরের নীচে। মহম্মদ সেলিম রেজা নামে যে দালালকে গ্রেফতার করা হয়েছে, সেই যুবকের বয়সও ২৭ বছর। উল্লেখ্য, গেলো ২১ জুলাই কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন , অসহায় কেউ এসে যদি বাংলার দরজা খটখট করেন, তা হলে ফেরানো হবে না। মমতার সেই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ সরকার। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন আগরতলায় | একসঙ্গে | ২৩ | বাংলাদেশি | গ্রেপ্তার