এশিয়া

উত্তেজনার মধ্যে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা

উত্তেজনার মধ্যে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা
সিনিয়র এক কমান্ডারকে হত্যার পর চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গেলো মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার পর এ হামলা চালায় গোষ্ঠীটি। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি গেলো প্রায় ১০ মাস ধরেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। শুক্রবার (২ আগস্ট) এক প্রতিবেদনে হামলার তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। হামলার দায় স্বিকার করে হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননে  ইসরাইলি হামলার ‘প্রতিক্রিয়ায়’ বৃহস্পতিবার উত্তর ইসরাইলে বহু সংখ্যক রকেট ছুড়েছে। চলতি সপ্তাহের শুরুতে ইসরাইল গোষ্ঠীটির শীর্ষ একজন কমান্ডারকে হত্যা করার পর এটিই তাদের প্রথম হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরই বিমান বাহিনী হিজবুল্লাহর রকেট নিক্ষেপের স্থানে আঘাত করেছে। এতে ওই স্থানের হিজবুল্লার সামরিক সরঞ্জাম পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও জানায় তারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় চার সিরিয়ান নিহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে ডিএনএ পরীক্ষা করা হলে এই সংখ্যা বাড়তে পারে। এদিকে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ বলেন, শুক্রবার সকালে আবার অভিযান আবার শুরু হবে। তার দল ফুয়াদের হত্যার জবাব দিতে বাধ্য। উল্লেখ্য, গেলো ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে সংঘর্ষেলিপ্ত আছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন উত্তেজনার | মধ্যে | ইসরাইলে | হিজবুল্লাহর | রকেট | হামলা