আর্কাইভ থেকে বাংলাদেশ

আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর হাজারীবাগে বিএনপির সমাবেশ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিকেল পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলে।

এদিন রাজধানীর ধানমন্ডিতে বিএনপির সমাবেশ কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের নিষেধাজ্ঞায় তা হাজারীবাগে স্থানান্তর করা হয়। বিকেল ৩টায় হাজারীবাগে সমাবেশ শুরুর সময় নির্ধারণ করা ছিল। সমাবেশ ঘিরে দুপুরের আগে থেকেই বিএনপি নেতাকর্মীরা দলে দলে সেখানে জড়ো হতে থাকেন।

বিএনপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি প্রতিহত করতে দুপুরে স্থানীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের অনুসারীরা লাঠিসোটা নিয়ে হাজারীবাগে টালি অফিস চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে তারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের হামলা প্রতিহত করতে এদিন বিএনপি নেতাকর্মীরাও হাজারীবাগে অবস্থান নেয়। সেখানে সিকদার মেডিকেল কলেজের সামনে বিএনপির সমাবেশ চলাকালে মহিউদ্দিনের অনুসারীরা ধাওয়া করলে বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া দেয়।

এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কিত আরও পড়ুন আলীগবিএনপির | ধাওয়াপাল্টা | ধাওয়া