আন্তর্জাতিক

ঘুষ হিসেবে ৫ কেজি আলু দাবি পুলিশ কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক

এক কৃষকের কাছে ঘুষ হিসেবে ৫ কেজি আলু চেয়েছেন ভারতের উত্তর প্রদেশের কান্নুজের এক পুলিশ কর্মকর্তা। আলুকে ঘুষের প্রতীকি শব্দ হিসেবে ব্যবহার করেছেন এই কর্মকর্তা, এমনটাই উঠে এসছে তদন্তে।       

ঘুষের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে রাম ক্রিপাল সিং নামের এই এসআইয়ের। তিনি একটি মামলা নিষ্পত্তি করার জন্য এক কৃষকের কাছে ঘুষ চান।

ভাইরাল অডিওতে এসআই ক্রিপাল সিং কৃষককে বলছেন তাকে ৫ কেজি আলু দিতে হবে। তখন কৃষক জানান তার এই সামর্থ নেই। এর বদলে তিনি ২ কেজি আলু দিতে পারবেন। কৃষকের জবাব শুনে ক্ষেপে যান পুলিশের এই কর্মকর্তা। কথার এক পর্যায়ে ওই কৃষক তিন কেজি আলু দিতে রাজি হন।

ঘুষ চাওয়ার অভিযোগ উঠা ক্রিপাল সিংকে বরখাস্ত করেছেন কান্নুজের পুলিশ সুপার আমিত কুমার। বিভাগীয় তদন্ত ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশ কর্মকর্তার