ফুটবল

নতুন ক্লাবে যোগ দিলেন ডি গিয়া

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে এক বছর হবে। এতদিন কোনো ক্লাবের সাথে যুক্ত ছিলেন না ডেভিড ডি গিয়া। অবশেষে তার নতুন ঠিকানা হলো ইতালির সিরি’আ’র ক্লাব ফিওরেন্তিনা।

শুক্রবার (৯ আগস্ট) ডি গিয়াকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে ক্লাবটি। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে বলে জানা যায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ডি গিয়ার চুক্তি সমাপ্ত হয় ২০২৩ সালের জুলাইয়ে। এই ক্লাবে ১২ মৌসুম ধরে খেলেছেন তিনি। এরমধ্যে লিগ শিরোপা, এফএ কাপ, ইউরোপা লিগ জিতেছেন এই স্প্যানিশ ফুটবলার।

সিরি’আ’তে কেমন করেন ডি গিয়া সেটাই এখন দেখার অপেক্ষা। সবশেষ মৌসুমে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করে ফিওরেন্তিনা।

 

এম এইচ//