ঢাকার মিরপুরে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় এক পুলিশ সদস্যের বুকের এক পাশে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় এবং অন্যজনের হাতে গুলি লেগেছে। তারা দুজনে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রঞ্জু মিয়া এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন দারুস সালাম থানার এএসআই মো. আলামিন (৩০) ও এএসআই ইয়াসিন আলী (২৮)।
রঞ্জু মিয়া বলেন, কয়েক দিন ধরে থানার কার্যক্রম বন্ধ ছিল। আজ কাজে যোগ দেয়ার পর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনসে তারা জমা দেয়া আগ্নেয়াস্ত্র আনতে গিয়েছিলেন। ইয়াসিন আলী আগ্নেয়াস্ত্রে ম্যাগাজিন ঢুকিয়ে সেটি পরীক্ষা করছিলেন। এ সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে ইয়াসিনের হাতের তালু ভেদ করে পাশে থাকা আলামিনের বুকের এক পাশে লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়।
এএম/