ফুটবল

এনদ্রিক-এমবাপ্পে নিয়ে মাদ্রিদের সুপার কাপের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান সুপার কাপে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত একটায় আতালান্তার বিপক্ষে  মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।  এই ম্যাচ দিয়ে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল।  

স্প্যানিশ ক্লাবটির হয়ে দুজন এই মৌসুমে দুজন তারকা মাঠে নামার অপেক্ষায়।   একজন সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে, আরেকজন ভবিষ্যৎ তারকা এনদ্রিক ফিলিপে। 

সবকিছু ঠিক থাকলে সুপার কাপের ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে  এমবাপ্পে ও এন্দ্রিকের। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি দুজনকেই রেখেছেন ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচের স্কোয়াডে।


ইউরোপিয়ান সুপার কাপের রিয়াল মাদ্রিদ ২৩ সদস্যের স্কোয়াড

গোলকিপার: থিবো কোর্তোয়া, লুনিন, ফ্রান।

ডিফেন্ডার: দানি কারভাহাল, এদের মিলিতাও, দাভিদ আলাবা, লুকাস ভাসকেজ, ভায়েহো, ফ্রান গার্সিয়া, রুডিগার, ফারলাঁ মেন্দি, জাকোবো।

মিডফিল্ডার: জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভের্দে, লুকা মদরিচ, অরিলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, দানি সেবায়োস।

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, এনদ্রিক, ব্রাহিম দিয়াজ।