জাতীয়

পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান

বায়ান্ন প্রতিবেদন

তাকসিম এ খান ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। 

বুধবার (১৪ আগস্ট) ই-মেইলের মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে ওয়াসা জানিয়েছে।

ওয়াসা সূত্র জানায়, অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়ে পদত্যাগ করেছেন তিনি।

গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর  তাকসিম এ খান এক কর্মদিবসেও নিজ দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন, নাকি দেশের বাহিরে গেছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি।

তাকসিম এ খানের  স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই ধারণা করা হচ্ছে তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তাকসিম এ খান  দায়িত্ব নিলে দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গেল বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন পদত্যাগ | ওয়াসার | এমডি