গুরুতর অসুস্থ হয়ে গত কয়েক মাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন ছোটপর্দার গুণী অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচা। চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ সিরিজের অন্যতম অভিনেতা ছিলেন তনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর ছয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন তার ছেলে বাবু।
এর আগে হক চাচার অসুস্থতার পর নিয়মিত তার শারীরিক অবস্থা অভিনেতার ফেসবুক থেকে জানাতেন বাবু।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ আগস্ট জন্ম গ্রহণ করেন সৈয়দ গোলাম সারোয়ার। ২০২৪ সালের ১৫ আগস্টেই মৃত্যু হলো তার। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-তে ‘হক চাচা’ চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন গোলাম সারোয়ার। এক পর্যায়ে ‘হক চাচা’ নামেই সবার কাছে পরিচিতি লাভ করেন তিনি।
এএম/