জাতীয়

পেছাচ্ছে এইচএসসির রুটিন, পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ফাইল

এইচএসসি ও সমমানের বাকি থাকা পরীক্ষাগুলো আরও পেছাবে। এমনকি বাকি থাকা বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্ধেক নম্বরে। 

মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই সভা থেকে জানানো হয়, এইচএসসির বাকি থাকা পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে। 

অর্ধেক নম্বরে পরীক্ষা নেওয়ার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গণমাধ্যমে জানানো হয়, পূর্বে কোনো বিষয়ে যদি ৮ টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে এখন ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে পরীক্ষার সময় আগের মতো পূর্ণ সময়েই থাকছে। 

সূচি অনুযায়ী, এখনো ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি রয়েছে। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজির চারটি বিষয় (প্রথম ও দ্বিতীয়পত্র) এবং আইসিটি। ৮টি বিষয় ঐচ্ছিক (অপশনাল)। 

স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন এইচএসসি