অর্থনীতি

১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলো একদিনে

বায়ান্ন প্রতিবেদন

এবার একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার।  চলতি আগস্টের ২০ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। গেলো বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক হালনাগাদ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গেলো ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার। এ ছাড়া গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার। চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনেই দেশে আসা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার বা ৩৬ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন রেমিট্যান্স