আর্কাইভ থেকে বাংলাদেশ

যানজট এড়াতে বেঙ্গালুরুতে চালু হতে যাচ্ছে হেলিকপ্টার সেবা

যানজট এড়াতে বেঙ্গালুরুতে চালু হতে যাচ্ছে হেলিকপ্টার সেবা

১৫-২০ মিনিটের পথ যেতে এক ঘণ্টা। ঢাকা শহরে যারা থাকেন তাদের কাছে এ এক অতিপরিচিত দৃশ্য। ভারতের বেঙ্গালুরু শহরের হালও একই। গোটা ভারতে বিশেষ দুর্নাম রয়েছে ভারতের এই শহরের। আর তাই যানজট এড়াতে বেঙ্গালুরু শহরের মধ্যেই চালু হতে যাচ্ছে হেলিকপ্টার পরিষেবা। অবশ্য ট্যাক্সির মতো চাইলেই যেকোনো রুটে যাওয়া যাবে না এ হেলিকপ্টারে। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেঙ্গালুরু শহরের রাস্তার যানজটের চাপ ছাপিয়ে গেছে মুম্বাইকেও।  এক বছরে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিমানবন্দরে যাওয়া যাবে হেলিকপ্টারে। ১০ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে এ পরিষেবা।  শুরুতে দুটি হেলিকপ্টার চালানো হবে। 

ফলে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রীর গাড়িতে যেতে যে গন্তব্যে পৌঁছাতে আগে সময় লাগত ২ ঘণ্টারও বেশি সময়, সেখানে এখন পৌঁছে যাওয়া যাবে মাত্র ১২ মিনিটে। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের দিতে হবে ৩,২৫০ টাকা, এর সঙ্গে কিছু কর যোগ হবে। 

 

বিপ্লব আহসান 

এ সম্পর্কিত আরও পড়ুন যানজট | এড়াতে | বেঙ্গালুরুতে | চালু | হতে | যাচ্ছে | হেলিকপ্টার | সেবা