অর্থনীতি

২৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার কোটি টাকা

চলতি মাসের  প্রথম ২৮ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২০৭ কোটি মার্কিন ডলার বা ২৪ হাজার ৮৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গেলো বছরের আগস্ট মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ডলার। সেই হিসেবে চলতি মাসে ৬৪ কোটি ডলার বেশি এসেছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলার, মে মাসে ২২৫ কোটি ডলার, জুনে ২৫৪ কোটি ডলার এবং জুলাই মাসে ১৯০ কোটি ডলার রেমিট্যান্স  পাঠিয়েছেন প্রবাসীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন রেমিট্যান্স