জাতীয়

দেশের ৭ বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে, পিবিআইয়ের পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজশাহী রেঞ্জে ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে।

জেডএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ডিআইজি | ৭ বিভাগে