বলিউডের ঝলমলে দুনিয়ায় প্রবেশ করাটা সহজ মনে হলেও, বাস্তবে অনেক কঠিন। অভিনেত্রী আয়েশা কাপুর মাত্র ৬ বছর বয়সে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করেন। তবে সম্প্রতি বলিউড ইন্ডাষ্ট্রিতে ঘটা কঠিন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।
আয়েশার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। এরপর ‘শিকন্দর’ ছবিতেও দেখা গেছে তাকে। তবে তাঁর শিশুশিল্পী হিসেবে শুরুটা যতটাই স্বপ্নময় ছিল, পরবর্তী যাত্রা ততটাই কণ্টকাকীর্ণ হয়েছে। বর্তমানে টিভি ও ওয়েব সিরিজে কাজ করলেও বলিউডে টিকে থাকা অনেকটা সংগ্রামের ছিল।
সম্প্রতি আয়েশা জানিয়েছেন, একজন প্রযোজক তাকে একটি শো-তে প্রধান চরিত্রে কাস্ট করার শর্তে বলেছিলেন, তাকে বিয়ে করতে হবে। প্রযোজক দাবি করেছিলেন, এতে আয়েশা বিলাসবহুল জীবন পাবেন। কিন্তু আয়েশা রাজি হননি, ফলে সুযোগও হারান।
আয়েশা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই একাধিক অদ্ভুত আবদারের মুখোমুখি হয়েছি। প্রযোজকরা প্রায়ই এ ধরনের প্রস্তাব দিয়ে থাকেন।’ বলিউডে টিকে থাকার জন্য অনেক কিছুর সঙ্গে আপস করতে হয়। কিন্তু আয়েশা নিজের মূল্যবোধের সঙ্গে আপস করেননি।
এমন অসুবিধাগুলোর কথা জানিয়ে তিনি জানান, বলিউডে সফল হওয়া যতটা কঠিন, ততটাই চ্যালেঞ্জিং এর অভ্যন্তরীণ পরিবেশ।
জেডএস/