উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে হ্যারিকেন মিল্টনের তাণ্ডবে নিহত ১৬

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ক্যাটাগরি ৩ (২০৫ কি.মি.)মাত্রার হ্যারিকেন মিল্টন। ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস ও প্রাণঘাতী জলোচ্ছ্বাসের সতর্কতার মধ্যে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে ঝড়টি।

শুক্রবার ( ১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, ফ্লোরিডার উদ্ধারকারীরা আরও বিস্তৃতভাবে উদ্ধারকাজ শুরু করেছেন। ফলে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা আগামী দিনে বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ ল এনফোর্সমেন্ট মৃতের সংখ্যা নিশ্চিত করে জানায়, অঙ্গরাজ্যটির প্রায় ৩০ লাখ বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ নেই।

অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিসান্টিস বলেছেন, আগামী দিনগুলোতে আরও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া হ্যারিকেন মিল্টনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে না যাওয়ার জন্য ফ্লোরিডার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

বিবিসি জানায়, হ্যারিকেনের প্রভাবে টাম্পা, সেন্ট পিটার্সবার্গ, সারাসোটা এবং ফোর্ট মায়ার্স শহরও জলোচ্ছ্বাসের কবলে পড়ে প্লাবিত হয়।

 

প্রসঙ্গত, মিল্টনের প্রভাবে ফ্লোরিডার পশ্চিম উপকূলের শহর সেন্ট পিটার্সবার্গে ৪১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা অক্টোবরের গড় বৃষ্টিপাতের আটগুণ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মিল্টন