আন্তর্জাতিক

জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৯৪ জন নিহত

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ ঘটে ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত। বুধবার (১৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নাইজেরিয়া পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাংকার উল্টে যায়। ট্যাংকারটি থেকে স্থানীয়দের জ্বালানি সংগ্রহের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ৫০ জন আহত হয়েছেন বলেও জানান নাইজেরিয়া পুলিশের এই মুখপাত্র।

পশ্চিম আফ্রিকার এ দেশটির বেশিরভাগ প্রধান সড়ক দুর্ঘটনাপ্রবণ। এর আগে, গেলো সেপ্টেম্বরে নাইজেরিয়ায় একটি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪৮ জন প্রাণ হারায়। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন বিস্ফোরণ | নাইজেরিয়া