খেলাধুলা

চট্টগ্রামে স্টেডিয়াম সংস্কারের তাগিদ দিলেন উপদেষ্টা আসিফ

স্পোর্টস ডেস্ক

ছবি: ফেসবুক/আসিফ মাহমুদ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই দুই স্টেডিয়াম ঘুরে দেখা শেষে তিনি প্রয়োজনীয় জায়গায় সংস্কার করার আহ্বান জানিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদকে দ্রুত স্টেডিয়াম সংস্কারের তাগিদ দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এম এ আজিজ স্টেডিয়ামে দীর্ঘ সময় আন্তর্জাতিক ম্যাচ হয় না। সেই প্রসঙ্গ তুলে আসিফ তার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দেয়া বার্তায় লিখেছেন, 'আফসোসের নাম চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। ১৯ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে। রক্ষণাবেক্ষণ নেই, মাঠের বেহাল অবস্থা। গ্যালারি, মাঠ কিংবা প্রবেশপথ, তাকানো যাচ্ছে না কোনদিকেই। বিপিএলের সময় বিদেশি ক্রিকেটাররা এখানেও আসেন অনুশীলন করতে। এবার সংস্কারের ছোঁয়া পড়বে এখানেও।'

নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মাঠে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেন্যু হিসেবেও হয়তো দেখা যাবে মাঠটি।

উপদেষ্টা আসিফ মাহমুদের দেয়া আরেকটি ফেসবুক বার্তা বলছে, 'চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।'

'সংস্কার প্রয়োজন এমন প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখেন, এই মর্মে জাতীয় ক্রীড়া পরিষদকে আশু ব্যবস্থা নিয়ে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করতে বলেন উপদেষ্টা। বিপিএলের আগেই সংস্কার কাজ শেষ করতে তাগিদ দেন জনাব আসিফ মাহমুদ।'

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আসিফ মাহমুদ